Some important settings of youtube apps


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের ইউটিউব এর কিছু সেটিংস দেখাব যে সেটিং গুলি আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজে আসবে। আর আপনি যদি প্রতিনিয়ত ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আজকের পোস্টটি সম্পুর্ণ দেখবেন আজকের পোস্টটি দেখলে আশা করি আপনি মোটামুটি অনেক উপকৃত হবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদের সেটিংস গুলো দেখাই।

ইউটিউব অ্যাপস এর ভিতরে ঢুকবেন তারপর আপনি জাস্ট মার্ক করা অপশন এ ক্লিক করে দিবেন, তো আমি মার্ক করা অপশন এ ক্লিক করলেই।
মার্ক করা অপশনে যাওয়ার পর আপনি একেবারে নিচে লেখা আছে সেটিংস আপনি জাস্ট সিটিং লেখার উপর ক্লিক করে দিবেন তো আমি সেটিং লেখার উপর ক্লিক করে দিলাম।


সিটিং এ ক্লিক করে দেয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন মোটামুটি এখানে অনেকগুলো অপশন আছে তো আমি আপনাদের একটা একটা করে সব গুলাই বলবো।

Number 1:- Remind me to take a break
Number 2:- Remind me when it's bedtime
Number 3:- Appearance
Number 4:- Muted playback in feeds
Number 5:- Double tap to seek
Number 6:- Zoom to fill screen
Number 6:- Upload s
Number 7:- Voice search language
Number 8:- Location
Number 9:- Restricted mode

১:- এক নাম্বারে আছে রিমাইন্ড মি টু ব্রেক রিমাইন্ড মি টু ব্যাক মানে ধরেন আপনি অনেক সময় ইউটিউব ইউজ করছেন। তো অনেক সময় ইউটিউব ইউজ করার কারণে আপনার চোখ এবং আপনার শরীরের একটা সমস্যা হতে পারে। তো আপনি এই সিস্টেম টা ইউজ করলে ইউটিউব অ্যাপস থেকে আপনাকে একটা নোটিফিকেশন দেবেন যে এত সময় আপনি ইউটিউব ব্যবহার করছেন এখন আপনার ইউটিউবে ভিডিও দেখা ঠিক হবে না। এই নোটিফিকেশন তখনই দিবে যখন আপনার ইউটিউব এর ভিডিও দেখা একেবারে অনেক বেশি হয়ে যাবে।

২:- দুই নম্বরে আছে রিমাইন্ড মি হোয়েন ইট্স বেটটাইম - রিমাইন্ড মি হোয়েন ইট্স বেটটাইম মানে আপনি মনে করেন অনেক সময় ধরেই রাতে ইউটিউবে ভিডিও দেখতে ছেন। তো এখন আপনার ঘুমের সময় হয়েছে তো ইউটিউব কি করবে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে অনেক রাত হয়েছে এখন আপনার ঘুমানোর সময় এখন আপনি আর ইউটিউবে ভিডিও দেখে না। এখন আপনি ঘুমান রিমাইন্ড মি হোয়েন ইট্স বেটটাইম মানে এটাই। তো আমি মনে করি এই অপশনটা যারা ইউটিউব ব্যবহার করে সবারই ইউজ করা দরকার।

৩:- তিন নাম্বারে আছে অ্যাপেরেন্স - অ্যাপেরেন্স এই সেটিংস এর মাধ্যমে আপনি এখান থেকে ইচ্ছামতো তার ডার্ক মুড এবং লাইট মুড ইউজ করতে পারবেন তো আপনি যদি ডার্ক পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ডার্ক মুড সিলেক্ট করে দিবেন আর যদি লাইট পছন্দ করেন তাহলে আপনি এখান থেকে লাইট মোড সিলেক্ট করে দিবেন।

৪:- মিউটেঢ প্লেব্যাক ইন ফিড্স এটার মানে হল অনেক সময় দেখবেন আপনি ইউটিউব এর ভিতরে ঢুকলেই অটোমেটিক ইউটিউব এর ভিডিও প্লে হইতেছে। আপনি প্লে করতেছেন্না কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে তো আপনি চাইলে মিউটেঢ প্লেব্যাক ইন ফিড্স এই সেটিংস এ ঢুকে এখান থেকে অটোমেটিক ভিডিও প্লে অফ এবং অন করতে পারবেন।

৫:- ডাবল ট্যাপ টু সিক এই সেটিংস এর মাধ্যমে আপনি স্কিপ টাইমটা বাড়াতে পারবেন। ভিডিও প্লে করার পর যখন ডাবল ট্যাপ করেন স্ক্রীন এ রাইট সাইটে তখন দেখবেন ভিডিওটা কিন্তু 5 সেকেন্ডে টেনে যায়। তো আপনি এই স্ক্রিপ টাইম টা বাড়াতে পারবেন ৫ সেকেন্ড থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত।

৬:- তারপর যে অপশনটা আছে জুম টু ফিল স্ক্রীন। এই অপশনটা কাজ হলো আপনি যখন ভিডিও প্লে করবেন তখন অটোমেটিক ভিডিওটা রোটেশন হয়ে ফুলস্ক্রীন হয়ে যাবে। মানে আপনাকে রুটেশন করা লাগবে না এটা অটোমেটিক রোটেশন হয়ে যাবে।

৭:- তারপর এখানে আছে আপলোড। এই অপশনটা কাজ হলো আপনি ভিডিও আপলোড করার সময় এমবি ইউজ করবেন নাকি ওয়াইফাই ইউজ করবেন সেটা ডিফল্ট ভাবে আপনি সেট করে দিতে পারবেন।

৮:- তারপর এখানে আছে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুখে কথা বলে অনেক কিছু সার্চ করেন। লাইক আপনি সার্চ করেন বাংলা গান বা বাংলা নাটক এরকম করে আপনি আপনার ইচ্ছামত ভাষা সিলেক্ট করে ভয়েস কমান্ড করতে পারবেন। জাস্ট আপনি আপনার দেশ অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন যদি আপনি বাংলা ভাষায় কথা বলতে চান তাহলে আপনি এখান থেকে বাংলা সেট করে নিতে পারবেন। যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলেতে চান আই মিন ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন কিছু সার্চ করতে চান তাহলে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিতে পারবেন।

৯:- তারপর এখানে আছে লোকেশন আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মানে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিতে পারবেন। আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন বা ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান দিতে পারবেন আর আমেরিকান হলে আমেরিকা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আপনার ইচ্ছামত কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আপনি যদি আপনার কান্ট্রি সিলেক্ট করেন তাহলে আপনি আপনার দেশ অনুযায়ী যে ভিডিও trending আছে আই মিন যে টপিকটা বর্তমানে trending আছে সেটা দেখতে পারবেন। তাছাড়াও আপনি আপনার দেশ অনুযায়ী বিভিন্ন ভিডিও পাবেন।

১০:- Restricted mode এটা হলো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা উল্টা-পাল্টা ভিডিও আইমিন খারাপ ভিডিও পছন্দ করেন না। অনেক সময় দেখা যায় উল্টাপাল্টা ভিডিও আমাদের সামনে চলে আসে তো আপনি যদি Restricted mode মুড অন করে রাখেন তাহলে আপনার কাছে কোন উল্টাপাল্টা ভিডিও আসবে না আপনি একেবারে ফ্রেস ভিডিও পাবেন সব সময়।

তো এই হল জেনারেলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। সেটিংস গুলি আশাকরি আপনাদের সবারই উপকারে আসবে আপনারা অবশ্যই সেটিংসগুলো ইউজ করবেন। আমার কাছে সেটিংসগুলো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আশা করি এই সেটিং সম্পর্কে আপনার ধারণা পাইছেন। আর আপনারা যদি আরো এরকম গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আজকের এই পোষ্টের নিচে একটি কমেন্ট করে দিবেন। আর আপনি কোন বিষয়ে জানতে চান সেটাও আপনি কমেন্টে লিখে দিবেন। তো আজকের পোস্টটি এখানে শেষ করতেছি পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে সবাই ভাল থাকবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন